নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক ::: রাজ্যের তরফে ঘোষণা করা হয়, হকারদের, নিউজ পেপার বিক্রেতা, রিক্সাচালক দের টিকা দেওয়ার কথা। পাশাপাশি গত সপ্তাহে টিকাকরণের কথা ঘোষণা করা হয়, ব্যাংক কর্মীদেরও। উল্লেখ্য, ভ্যাকসিন না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল টিকাকরণ কর্মসূচি। ফলে ফের টিকাকরণ কর্মসূচি শুরু করা যাবে বলে জানাচ্ছে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ৪৫ উর্ধ্ব মানুষদের দেওয়া হবে ভ্যাকসিন । কলকাতার ১০২ টি ওয়ার্ডেই টিকা দেওয়ার ব্যাবস্থা করলো কলকাতা পুরসভা।এটাই হল ৪৫ উর্ধ্ব নাগরিকদের প্রথম ডোজ। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০ জনকে কোভিড টিকা দেওয়া হবে। নাগরিকরা যাতে বাড়ির কাছের স্বাস্থ্য কেন্দ্রে ভ্যকসিন নিতে পারেন তার জন্য তাঁদের ভ্যাকসিন বুক করার সময় ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি দেওয়া হয়েছে ৮৩৩৫৯৯৯০০০ WhatsApp নম্বর। কলকাতায় চালু রয়েছে অন্যান্য ক্ষেত্রেও টিকাকরণ। তিন সপ্তাহে আগেই শুরু হয়ে ছিল ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণ।