স্বাস্থ্যকথা সমাচার :: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণহানি ইতিমধ্যে ৪০ লাখের ঘর পার হয়ে গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৫৮৫ জন। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ১৪৮ জন। এর আগে ২৪ জুন মৃত্যু ৩৯ লাখ ছাড়িয়েছিল। করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন ও মারা গেছে ৬ লাখ ২১ হাজার ৩৩৫ জন। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা ভারতে এখনও পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৩ হাজার ৩১০ জনের। অপরদিকে সামান্য জ্বর, গায়ে হাতে ব্যথা হতে পারে ভ্যাকসিন নিলে।
কিন্তু ৯ বছর আগে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি কি ফিরে আসতে পারে ভ্যাকসিন নেওয়ার পর? তাজ্জব গোটা নেটদুনিয়া মহারাষ্ট্রের ওয়াশিমের বাসিন্দা মথুরাবাই বিদভের ঘটনায়। তিনি দাবি করেন, ৯ বছর আগে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিনি কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিতেই। জানা যায়, ৯ বছর আগে ২ চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন মথুরাবাই চোখের মণিতে সমস্যার কারণে।
একটি চোখে ৩০-৪০ শতাংশ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিনি তাঁর দাবি কোভিশিল্ডের প্রথম ডোজ় নেওয়ার পরের সপ্তাহেই। যদিও এখনও পরীক্ষা করে দেখেননি চিকিত্সকরা তাঁর চোখ। তাঁর এই দাবির সত্যতা জানা যাবে চিকিত্সকরা পরীক্ষা করার পরই। ভ্যাকসিন নিয়ে দেহ চুম্বকে পরিণত হওয়ার দাবি উঠেছিল কয়েকদিন আগে। অনেকে দাবি করেছিলেন তখন মহারাষ্ট্র থেকে খাস বাংলায়ও, তাঁদের দেহে চৌম্বকত্ব দেখা দিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর। ধোপে টিকতে দেয়নি বিজ্ঞান মঞ্চ যদিও সেই দাবি।