নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক ::: বনগাঁ থেকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, বিজেপি সিপিএম শেষ ক্যান্ডিডেট দিতে পারছে না। অভিষেককে আমি চিনি ও ম্যাচিওর ছেলে। অভিষেক ফালতু কথা বলে না।অভিষেক বলতে পারতো শুধু আমার এলাকা নয় সারা বাংলায় সব জায়গায় বন্ধ। তা বলেনি।উনি পার্টির মাতব্বরি নিজের হাতে তুলে নেননি। পশ্চিমবঙ্গের বাস্তব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা থাকবে ততদিন মদন মিত্রের মত কর্মীরা পাড়ায় পাড়ায় বেরিয়ে বলবে মমতা আমাদের ব্যানার। অভিষেক আমার অস্ত্র। মদন মিত্র বলেন,’মানুষ মাত্রই ভুল করে। যদিও শুভেন্দুর ব্যাপারটা বলতে চাই না। শুভেন্দু নোংরামি করছে। ভারতবর্ষের সবথেকে ডিসিপ্লিন পার্টি তৃণমূল কংগ্রেস। ”কালকে যদি অর্জুন সিং হঠাত্ বসে আমার পার্টির মুখপাত্র হয়ে যান আমি আশ্চর্য হয়ে যাব না। যারা অর্জুন সিংকে অর্জুন সিং বানিয়েছেন তারা আজকে আমার পার্টির চেয়ারম্যান। তারা আমার পার্টির প্রধান নেতা। কই আমরা তো ঝগড়া করছি না। দিদিমনির মনটা খুব বড়।’নাম না করে কল্যান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মদন মিত্র বলেন,’আন্দোলনের সময় যেসব নেতাদের দেখা যায়নি তারা এখন জ্ঞান দিচ্ছেন।