নবেন্দু ভট্টাচার্য্য, নাকাশীপাড়া, নদিয়া :::পঞ্চায়েতের উদ্যোগে ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হল| রবিবার সকালে বেথুয়াডহরী এক নম্বর পঞ্চায়েতের প্রধান পুলক সিংহের উদ্যোগে এই ঢালাই রাস্তার কাজ শুরু হয়।
২১নং সংসদের বেথুয়াডহরী পশ্চিম জগদানন্দপুরে ক্লাব স্বাধীনতার পাশের ঢালাই রাস্তা নির্মাণ করলেন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ৯৫ মিটার লম্বা ও০.১৫মিটার চওড়া রাস্তা তৈরী করতে খরচ হয় ২লক্ষ টাকা। বর্ষার আগে রাস্তা তৈরি হওয়াতে খুশি এলাকাবাসী।