নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: বিজেপি নেত্রী নুপুর শর্মা মোহাম্মদের বিরুদ্ধে মন্তব্য করার পর থেকে বাংলার হাওড়া মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। হাওড়াতে বিশাল অবরোধ এবং বিক্ষোভ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। এই অবস্থায় গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওড়ায় ঢোকার মুখে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।
অপরদিকে আওয়াজ হাওড়ায় ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এমনকি তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয় কাঁথি থানার পক্ষ থেকে।বিজেপির রাজ্য সভাপতি *সুকান্ত মজুমদার কে রাজ্যের পুলিশ গৃহবন্দিকরে পরে গ্রেফতার এর প্রতিবাদ জানাতে বিজেপির হুগলি জেলা অফিস থেকে আজ বিকেল চুঁচুড়া ঘড়ির মোর পর্যন্ত বাইক মিছিল করে এবং ঘড়ির মোর হয়ে পায়ে হেটে চুঁচুড়া থানা পর্যন্ত মিছিল করে এবং থানা ঘেরাও করে এবং জেলা সভাপতি প্রশাসনকে হুশিয়ারি দেয়। গত কয়েকদিন ধরেই অশান্তির আগুনে পুড়ছে হাওড়ার কিছু এলাকা।
শনিবারই সেখানকার অগ্নিদগ্ধ দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। কিন্তু বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। এমনকী, হাওড়ায় পৌঁছনোর আগে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। এবার শুভেন্দু অধিকারীকেও আটকাল রাজ্য পুলিশ।’হাওড়ার গ্রামীণ এলাকায় যাবেন না।’ এই মর্মে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতার বাড়ির সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।