নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: সারা রাজ্য জুড়ে একাধিক বিজেপি কর্মী খুন, সম্পত্তি লুট, নারী ধর্ষণ সহ বিভিন্ন অন্যায় অত্যাচার ও দুর্নীতির প্রতিবাদে গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাচাও এই শ্লোগানকে সামনে রেখে রাজ্যজুড়েড় বিভিন্ন প্রশাসনিক ভবনগুলো সামনে গন ডেপুটেশন কর্মসূচি নিল বিজেপি।
সেইমতো মঙ্গলবার নদীয়া জেলার কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে গণ ডেপুটেশন দেয়ার লক্ষ্যে কল্যাণী ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শুরু করল বিজেপি।