ভুয়ো প্রেমিক, স্কুলছাত্রীকে পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশের যুবক
নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: নাবালিকা স্কুলছাত্রীকে পাচারের আগেই রানাঘাটে হয়ে গঙ্গারামপুর, পুলিশের জালে যুবক বাংলাদেশে পাচারের আগে প্রেমের জলে ফাঁসিয়েছিল| মিথ্যে প্রেমের জাল পেতে নাবালিকাকে অপহরণ করে বাংলাদেশের এক যুবক চেয়েছিল মোটা টাকার বিনিময়ে ভিনদেশে পাচার করতে। আর তা করতে গিয়েই দেবু মহান্তকে গ্রেফতার করেছে পূর্ব কলকাতার বেলেঘাটা থানার পুলিশ । দেবু মহান্ত প্রেমের জলে ফাঁসিয়ে বিয়ের টোপ, অপহরণ করে যুবতীকে। নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে থানায়।
প্রথমে তল্লাশি চালানো হয় নদিয়ার রাণাঘাটের একটি ডেরায়। কিন্তু ততক্ষণে নাবালিকাকে নিয়ে চম্পট দিয়েছে দেবু। এরপর পুলিশ তল্লাশি চালায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। সেখান থেকেই উদ্ধার করা হয় স্কুলছাত্রীকে। ধৃত দেবুর পরিকল্পনা ছিল চোরাপথে উত্তর ২৪ পরগনার বনগাঁ হয়ে বাংলাদেশে নাবালিকাকে পাচার করার। তার আগেই ধরা পড়ে পাচারকারী। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।