পাট নিয়ে সরব সাংসদ অর্জুন সিং, ডাক পেলেন না ত্রিপাক্ষিক বৈঠকে, ক্ষোভ উগরে দিলেন

0

নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: পাট নিয়ে সরব সাংসদ অর্জুন সিং ডাক পেলেন না ত্রিপাক্ষিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন| সোমবার নয়াদিল্লিতে পাট নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পাওয়া নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘উপর থেকে নির্দেশ আছে বলেই আমায় ডাকা হয়নি। বৈঠকের পর যা বলার বলব। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, এখনও উত্তর পাইনি। পাট শিল্পের এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু কোনও ভাবেই দায় এড়াতে পারে না।’‌

রাজ্যের পাট শিল্পের অবস্থা নিয়ে দিন কয়েক আগে সরব হয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি  সাংসদ অর্জুন সিং । এরপর তাঁকে দিল্লিকে ডেকে বৈঠকও করেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল । যদিও দলীয় সাংসদ নিয়ে তুমুল অস্বস্তির মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকও ডেকেছে বস্ত্রমন্ত্রক। সোমবার বিকেলে হতে যাওয়া সেই ত্রিপাক্ষিক বৈঠকে অবশ্য আমন্ত্রণই জানানো হয়নি সাংসদ অর্জুন সিংকে। যা নিয়ে তিনি ফের একবার নাম না করে পীযূষ গোয়েলকে নিশানা করেছেন তিনি। রাজ্যের পাট শিল্পের অবস্থা নিয়ে কেন্দ্রে নিজের সরকারের বিরুদ্ধে লাগাতার মন্তব্য করছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং নাম না করে বলেছেন, কারও নির্দেশেই তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

 

Advt. taken on good faith, publisher not responsible for it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here