নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক ::: বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক সম্প্রতি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি তাঁর। প্রণতি ভারতের দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন। তাঁর আগে শুধুমাত্র দীপা কর্মকার এই কৃতিত্ব অর্জন করেছেন। প্রণতি অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার পর থেকেই তাঁর বাড়িতে খুশির হাওয়া বইছে। ২০১৯ সালে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ভল্ট ডিসিপ্লিনে ব্রোঞ্জ জয়ী প্রণতি এখন কলকাতায় রয়েছেন। আর অলিম্পিকে পদক জয়ে নিজের স্বপ্ন সত্যি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে অলিম্পিকের উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় শুটাররা| ৮০ দিনের সফরে মঙ্গলবার দেশ ছাড়লেন ভারতীয় শুটাররা। তার আগে ১৫ সদস্যের ভারতীয় শুটিং দলকে অন্য দেশের কোভিড নিয়ম না-ভাঙার আর্জি জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ।।দেশ ছাড়ার আগে ভারতীয় শুটিং দলকে সতর্ক করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। টুইটারে শুটারদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিরেণ রিজিজু লেখেন, ‘Safe journey! Never break the Covid-19 protocols of other countries. Focus on training, take care and stay safe. Will provide all necessary support to our athletes and the coaches. All the best.’ এদিন ১৫ সদস্যের ভারতীয় শুটিং দল ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টোকিও অলিম্পিক্সের ঠিক আগেই ক্রোয়েশিয়ার জাগরেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় শুটিং দল। অলিম্পিক্সের প্রস্তুতি সারতেই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাগরেবে টুর্নামেন্টটি চলবে ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত। ২৩ জুন টোকিও শুরু হবে অলিম্পিক। সেখান থেকেই সরাসরি টোকিওতে উড়ে যাবে ১৫ জনের ভারতীয় দল। টোকিও যাওয়ার সব ব্যবস্থা করবে ক্রোয়েশিয়া শুটিং ফেডারেশন।
I really appreciate you.
beneficial post ahead to.
Nice and useful information.
Thanks for sharing