খেলরত্ন রোহিত শর্মা, অর্জুন পাচ্ছেন অতনু দাস, দ্যুতি চাঁদ, ইশান্ত, দীপ্তি সহ তিন সোনার মেয়ে নির্বাচিত, অলিম্পিক জয়ের স্বপ্নে গতি আনবে এই সম্মান,ক্ষুব্ধ সাক্ষী

2

ক্রীড়া সংবাদদাতা ::::  ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা দেশের ক্রীড়াবিভাগের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধি খেলরত্নে ভূষিত হচ্ছেন। এর আগে মাত্র ৩ জন ক্রিকেটার এই সম্মান পেয়েছেন। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পর চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মান পেলেন। রোহিত ছাড়াও এবারের রাজীব গান্ধি খেলরত্ন পাচ্ছেন তাঁরা হলেন ভিনেশ ফোগট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, প্যারা অলিম্পিয়ান মরিয়প্পন থাঙ্গাভেলু। মহিলা হকি খেলোয়াড় রানি রামপাল পাবেন এই সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এবারের নির্বাচক কমিটিতে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ প্রাক্তন হকি অধিনায়ক সর্দার সিং, সাই-র সদর দফতরে বসে বৈঠক। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব খেলরত্নের জন্য নির্বাচিত হলেন রোহিত গুরুনাথ শর্মা। আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাওয়ার দিনেই এই খবর পেলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে জাতীয় দলের সহ-অধিনায়ক। রোহিত ছাড়াও দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মানের জন্য নির্বাচিত হয়েছেন আরও ৪ অ্যাথলিট। রোহিতের পাশপাশি তারকা মহিলা প্যাডলার মনিকা বাত্রা, জাতীয় হকি দলের অধিনায়িকা রানি রামপাল, এশিয়াডে সোনাজয়ী মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত এবং প্যারালিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলুও নির্বাচিত হয়েছেন ২০২০ রাজীব খেলরত্নের জন্য। পাশাপাশি দেশের তৃতীয় হকি প্লেয়ার এবং প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে খেলরত্ন সম্মান পাচ্ছেন জাতীয় দলের অধিনায়কা রানি রামপাল।

খেলরত্ন পুরস্কার পাওয়ায় অলিম্পিক্স থেকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক ও ভারত্তোলক মীরাবাঈ চানুর নাম বিবেচিত হয়নি অর্জুন পুরস্কারের জন্য। যা না পেয়ে হতাশ সাক্ষী সংবাদসংস্থাকে বলেছেন, ‍’‍’অর্জুন পুরস্কার পাওয়া আমার স্বপ্ন। তা না পাওয়ায় মানসিক ভাবে বিধ্বস্ত লাগছ।” উল্লেখ্য ২০১৬ সালে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন সাক্ষী।  রোহিত শর্মার পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা পেতে চলেছেন অর্জুন পুরস্কার। মহিলা অল-রাউন্ড ক্রিকেটার দীপ্তি শর্মাও নির্বাচিত হয়েছেন অর্জুন পুরস্কারের জন্য। এছাড়া তিরন্দাজ অতনু দাস, শুটার মনু ভাকের রয়েছেন ২৭ জন অর্জুন পুরস্কার প্রাপকের তালিকায়।

দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য নির্বাচিত হলেন জাতীয় দলের ওপেনার রোহিত শর্মা। ১৯৯৮ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে রাজীব খেলরত্ন সম্মান পেয়েছিলেন মাস্টার-ব্লাস্টার। এরপর ২০০৭ অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জয়ের জন্য দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে সম্মানিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৮ ভারোত্তলক মীরাবাঈ চানুর সঙ্গে খেলরত্নে ভূষিত হয়েছিলেন বিরাট কোহলি। দেশের প্রথম মহিলা কুস্তগীর হিসেবে খেলরত্নে ভূষিত হতে চলেছেন ২০১৮ জাকার্তা এশিয়াডে সোনাজয়ী ভিনেশ ফোগত। ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনাজয় এবং এশিয়াডে সিঙ্গলসে ব্রোঞ্জ জয়ের পর চলতি বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাচ্ছেন তারকা প্যাডলার মনিকা বাত্রা। পাশাপাশি দেশের তৃতীয় হকি প্লেয়ার এবং প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে খেলরত্ন সম্মান পাচ্ছেন জাতীয় দলের অধিনায়কা রানি রামপাল। ২০১৬ রিও প্যারালিম্পিকে সোনা জয়ের জন্য দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাচ্ছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু।

২৯ অগস্ট জাতীয় ক্রীড়াদিবসে পুরস্কার তুলে দেওয়া হবে ক্রীড়াবিদদের হাতে।

একনজরে দেখে নেওয়া যাক ২০২০ জাতীয় ক্রীড়া সম্মান প্রাপকের পূর্ণাঙ্গ তালিকা-

রাজীব গান্ধী খেলরত্ন:  রোহিত শর্মা (ক্রিকেট), মারিয়াপ্পান থাঙ্গাভেলু (প্যারা-অ্যাথলেটিক্স), মনিকা বাত্রা (টেবল টেনিস), ভিনেশ ফোগত (কুস্তি), রানি রামপাল (হকি)

দ্রোণাচার্য পুরস্কার: লাইফটাইম ক্যাটেগরি- ধর্মেন্দ্র তিওয়ারি (তিরন্দাজি), পুরুষোত্তম রাই (অ্যাথলেটিক্স), শিব সিং (বক্সিং), রমেশ পাঠানিয়া (হকি),  কৃষাণ কুমার হুডা (কবাডি), বিজয় ভালচন্দ্র মুনিশ্বর (প্যারা-পাওয়ারলিফটিং), নরেশ কুমার (টেনিস), ওম প্রকাশ দাহিয়া (কুস্তি)

রেগুলার ক্যাটেগরি- :: জুড ফেলিক্স সেবাস্তিয়ান (হকি), যোগেশ মালবিয়া (মাল্লাখাম্ব), যশপাল রানা (শুটিং), কুলদীপ কুমার হান্ডু (উশু)
গৌরব খান্না (প্যারা-ব্যাডমিন্টন)

অর্জুন পুরস্কার: অতনু দাস (তিরন্দাজি), দ্যুতি চাঁদ (অ্যাথেলেটিক্স), সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি (ব্যাডমিন্টন), চিরাগ চন্দ্রশেখর শেট্টি (ব্যাডমিন্টন), ভিনেশ ভৃগুবংশী (বাস্কেটবল), মনীশ কৌশিক (বক্সিং), লোভলিনা বর্গহেইন (বক্সিং), ইশান্ত শর্মা (ক্রিকেট), দীপ্তি শর্মা (ক্রিকেট), সাওয়ান্ত অজয় অনন্ত (ইকুয়েস্ট্রিয়ান), সন্দেশ ঝিঙ্গান (ফুটবল), অদিতি অশোক (গলফ), আকাশদীপ সিং (হকি), দীপিকা (হকি), শ্রী দীপক (কবাডি), সারিকা সুধাকর (খো খো), দাত্তু ভোকানল (রোয়িং), মনু ভাকের (শুটিং), সৌরভ চৌধুরি (শুটিং), মধুরিকা সুহাস পাটকর (টেবল টেনিস), দিবিজ শরণ (টেনিস), শিবা কেশবন (উইন্টার স্পোর্টস), দিব্যা কাকরন (কুস্তি), রাহুল আওয়ারে (কুস্তি), সুয়াস নারায়ণ যাদব (প্যারা-সুইমিং), সন্দীপ (প্যারা-অ্যাথলেটিক্স), মনীশ নারওয়াল (প্যারা-শুটিং)

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here