নির্ভীক কন্ঠ ওয়েব পেজ ::: অলিম্পিকে সোনা জয়ের স্বপ্নভঙ্গ, জিমন্যাস্টিকে ব্যর্থ প্রণতি নায়েক | পিভি সিন্ধুর রবিবার দুর্দান্ত জয় হলেও প্রণতির তা হলো না। পারলেন না পিংলার মেয়ে প্রণতি। অলিম্পিক্স জিমন্যাস্টিকসের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন তিনি। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের খেলায় প্রণতি নায়েক শেষ করলেন ১২ নম্বরে। প্রত্যাশার চেয়ে যা অনেক দূরে। কারণ প্রথম ৮ জন জিমন্যাস্ট পরবর্তী রাউন্ড অর্থাত্ ফাইনালে খেলার সুযোগ পান। এদিন জিমন্যাস্টিকসে প্রথম সাবডিভিশনে ভারত তথা প্রণতির স্কোর ছিল ৪২.৫৬৫। তার জয়ের অপেক্ষায় ছিলেন কোচ রাখি দেবনাথ। কিন্তু ভারতের হয়ে সোনা জেতার স্বপ্ন ভঙ্গ হয় বঙ্গ তনয়ার।
অভাবের সংসার। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে গিয়েছিলেন প্রণতি ।করোনার আবহে অনুশীলনের জায়গাও পাচ্ছিলেন না । একটা সময় শুকনো মুড়ি খেয়ে প্র্যাকটিস করতেন, কাল সেই পিংলার মেয়ে প্রণতি|অলিম্পিকে বাসচালকের মেয়ে প্রণতি নায়েক।বারাসাত শহরের সমন্বয়ের মাঠে তার কোচিং সেন্টার। প্রণতিকে নিজের কাছে রেখে অনুশীলনের সুযোগ করে দেন রাখি ।গতবছর লকডাউন এর সময় থেকে টোকিও যাওয়ার আগে পর্যন্ত রাখির তত্ত্বাবধানে ছিলেন প্রণতি ।
I have visited your blog while browsing.
nice
This is really a nice blog.
good
This is such an amazing blog,
This is very useful post for me.
Great job for publishing such a beneficial website.
it is additionally really creative too.
Continue the nice writing
I have read your blog it is very helpful
nice
I want to say thanks to you.
Greetings! The very helpful advice in this particular article!
Amazing post,
Thanks for sharing this article this content is very significant for me