নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছরের মতো এবছরও বড়দিনে মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
প্রতি বছরের মতো এবারও বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে গভীর রাত পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ৷ এমনকি মেট্রো জুড়ে ব্যবস্থা করা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও।
২৪ ও ৩১ ডিসেম্বর মাঝ রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো। আপ ও ডাউন লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ১১.১০মিনিটে। ২৫ ডিসেম্বরও মাঝরাতে পর্যন্ত মেট্রো চলবে।
সূত্রের খবর, আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। শনে। মেট্রো ভবনে একজন অফিসারের নেতৃত্বে থাকবে ক্যুইক রেসপন্স টিম।
I was glad to read such an informative
I was glad to read such an informative and useful blog and looking forward for the new one.
good
nice
article is good
Thank you very much for giving such crucial information keep sharing
The content material is very systematically
thank you very much