নামজাদা দোকানেও কেক তৈরিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, হাতেনাতে ধরলেন অতীন

12

নিজস্ব প্রতিবেদন:  বড়দিনের আগে তত্‍পর পুরসভা। কেক-এর গুণনমান যাচাইয়ে নিউমার্কেটের একাধিক দোকানে হানা দিলেন পুর আধিকারিকরা। পুরসভার মাপকাঠিকে ডাহা ফেল করল নিউমার্কেটে নামজাদা দুটি কেকের দোকান। ধরানো হল ইমপ্রভমেন্ট নোটিশ।

বড়দিন মানেই রকমারি কেক। প্লাম-ফ্রুট-ডান্ডি। কোনটা ছেড়ে কোনটা খাই…..। দাঁড়ান। কেক তো খাচ্ছেন, স্বাস্থ্যকর তো?

কেক-এ সাধবান!

শহরজুড়ে চলছে অভিযান। মঙ্গলবার নিউমার্কেটের নামজাদা দুটি দোকানে ঢুঁ মারলেন ভেজাল দফতরের আধিকারিকদের টিম। নেতৃত্বে  ডেপুটি মেয়র অতীন ঘোষ। সোজা কেক তৈরির  রান্নাঘরে ঢুকে পড়লেন। কর্মীদের হাতে গ্লাভস নেই। কেক বেকিংয়ের ট্রে-র হালও তথৈবচ। পুরসভার মাপকাঠিতে ডাহা ফেল দুই দোকানই।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here