নির্ভীক কন্ঠের ওয়েব ডেস্ক ::: হুগলি জেলায় দুই ছাত্রের ট্রেনে কাটা পড়া আর ঘটনায় আজও শোকের ছায়া রয়েছে হুগলি জেলায়। হুগলীর চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র ছিল রেহান রাঠি ও কৌস্তুভ দাস। আজ শুক্রবার স্কুলে পরীক্ষার পরেবাড়ি ফিরছিল তারা। পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার সময়ে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই স্কুলছাত্রের| ট্টেনের ধাক্কায় ছিটকে পড়ে তারা। সঙ্গে সঙ্গে তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে পৌঁছন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র। স্থানীয় সূত্রের খবর, রিষড়া স্টেশন লাগোয়া রেল গেট থেকে কোন্নগরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে রেললাইন পার করেন অনেকেই। এদিন ওই দুই ছাত্রও সেখান দিয়েই পার হতে গিয়েছিল। শুক্রবার সন্ধেয় রিষড়ার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেহানের বাড়ি বাঙুর পার্কে, কৌস্তুভ রিষড়া স্টেশন সংলগ্ন আবাসনের বাসিন্দাছিল।