নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক ::: পৌষের শেষ লগ্নে খড়্গপুরে মিনি টর্নেডো। সন্ধ্যায় বৃষ্টি নামার কয়েক মিনিটের মধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যা মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। দু’মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল খড়্গপুরের ২ নম্বর ব্লকের সুলতানপুর গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া গ্রামের উপর দিয়ে বয়ে যায়। সেই হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে রাস্তার দু’পাশে থাকা বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে দিয়েছে। তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে সুলতানপুরের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে কমপক্ষে ১০ টি বাড়ি। উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। ভেঙে গিয়েছে একাধিক গাছ। তার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। এটা মিনি টর্নেডো ছিল বলেই মনে করছেন স্থানীয়রা। খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে সুলতানপুরে যান ব্লক উন্নয়ন আধিকারিক(বিডিও) সন্দীপ মিশ্র এবং পঞ্চায়েত সদস্যরা। ভেঙে পড়ে ১০ টি বাড়ি। উপড়ে পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয় ট্রান্সফর্মার। চলে যায় বিদ্যুত্। একাধিক গাছও ভেঙে গিয়েছে। সেই সংখ্যাটা ৫০-এর কম হবে না বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন প্রান্তে গাছ পড়ে যাওয়ায় রুদ্ধ হয়ে যায় রাস্তা। তার জেরে যানজট তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাওয়ার বেগ এতটাই ছিল যে ছ’নম্বর জাতীয় সড়কের উপর একটি কন্টেনার উলটে যায়। সেটি সেই সময় জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সেই মিনি টর্নেডোর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়্গপুর ২ নম্বর ব্লকের বিডিও। আসে পুলিশও। প্রশাসনের তরফে দ্রুত ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু হয়। রাত জেগে চলে কাজ। তারইমধ্যে প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের ত্রিপল এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।