নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক :: পৌর নির্বাচন পিছিয়ে গেল আবার 31 শে জানুয়ারি পর্যন্ত বাড়লো বিধি-নিষেধ ছাড় বাড়ল্ বিয়ে বাড়ি, মেলা, স্কুল কলেজ বন্ধ| বিধান নগর আসানসোল ,শিলিগুড়ি এবং চন্দন নগর এই চার পুরোকর্পোরেশনের যে ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি তা রাজ্য নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারী ২০২২ সালে করতে চায় বলে জানালো রাজ্য নির্বাচন কমিশন ।এই সিদ্ধান্ত তারা নিলেন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের রাজ্য জুড়ে বাড়াবাড়ির জন্য ।আজকে রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিবের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয় । অপরদিকে রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল ৩১ জানুয়ারি পর্যন্ত। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগের যা নিয়ম আপাতত তাই বহাল থাকছে। একইসঙ্গে দু’টি ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বিয়ে বাড়িতে আগে ৫০ জনের জমায়েতের অনুমতি ছিল। ১৬ জানুয়ারি থেকে তা বাড়িয়ে ২০০ জন করা হচ্ছে। খোলা জায়গায় মেলা করার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তবে তা করতে হবে কোভিড বিধি মেনে। তবে রেল, নাইট কার্ফু, মেট্রো রেল ইত্যাদি ক্ষেত্রে আগের বিধিই বহাল থাকছে। অর্থাত্ শেষ লোকাল ট্রেন হাওড়া, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০টায়। নাইট কার্ফুও বজায় থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে এই দফাতেও কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। অর্থাত্ শিক্ষাঙ্গন বন্ধই থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেলা আবার স্বাস্থ্যবিধি মেনে কীভাবে করা সম্ভব সেটাই স্পষ্ট নয়। মেলা শব্দের মধ্যেই তো বিধি ভাঙার আহ্বান লুকিয়ে থাকে। মেলা মানেই হাজার হাজার মানুষের জমায়েত, বাঁধন খোলা হইচই।