টিকার পর জ্ঞান হারান এক নার্স, দিল্লিতেও ভ্যাকসিনে অসুস্থ 2 স্বাস্থ্যকর্মীর, প্রতিষেধক ২৩ মৃত্যু, কোভ্যাকসিন নেবেন না চিকিত্‍সকদের একাংশ

0

স্বাস্থ্য প্রতিবেদন:  সকাল প্রায় ১০ টা থেকে রাজ্যের ২০৭টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। দিনভর রাজ্যে টিকাকরণ কর্মসূচি ভালভাবে হওয়ার পর শেষবেলায় বিপত্তি। বিকেলে করোনা প্রতিষেধক নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন এক নার্স। বিসি রায় হাসপাতালের ওই নার্সকে টিকা দেওয়ার পরই তিনি জ্ঞান হারান বলে জানা গিয়েছে। তাঁকে বিসি রায় হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় এনআরএস  হাসপাতালে। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে  তাঁকে ভরতি করা হয়েছে। কী কারণে এই অসুস্থতা, তা খতিয় দেখছেন চিকিত্‍সকরা।বিসি রায় হাসপাতালের সুপার সন্দীপ সামন্ত জানিয়েছেন, ওই নার্সের কোনও শারীরিক অসুস্থতা ছিল না। টিকা নেওয়ার আগে যে সব পরীক্ষা হয়, তার সবকটি রিপোর্টই ভাল। তা সত্ত্বেও কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, দিল্লিতেও ভ্যাকসিন নেওয়ার পর দুই স্বাস্থ্যকর্মীর অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। যদিও ৩০ মিনিট তাঁদের পর্যবেক্ষণে রাখার পর ছেড়েও দেওয়া হয়।

আমেরিকার ফাইজার এবং জার্মানির বায়োএনটেক সংস্থার প্রতিষেধক নেওয়ার পরই সেখানে ২৩ প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গিয়েছে।ব্লুমবার্গে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, কোভিড আবহে সম্প্রতি ২৩ জন নাগরিকের মৃত্যু হয় নরওয়ে-তে। তাঁদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৮০ পেরিয়ে গিয়েছিল। তাঁদের মৃত্যুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সে দেশের চিকিত্‍সকরা জানিয়েছেন, করোনার প্রতিষেধক গ্রহণের পরই মৃতদের শরীরে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে নরওয়ে সরকার।

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন নিতে বেঁকে বসলেন চিকিত্‍সকদের একাংশ। তাঁদের দাবি, কোভিশিল্ড পরীক্ষার তিনটি ধাপই উতরে গিয়েছে। সে ক্ষেত্রে এখনও পিছিয়ে কোভ্যাকসিন। তাই কোভিশিল্ডের উপরেই আস্থা তাঁদের। টিকাকরণে কোভ্যাকসিন ব্যবহার করা হলে তাতে অংশ নেবেন না তাঁরা।হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক। এ বার তাতে শামিল হলেন দিল্লির অন্যতম বৃহত্তম চিকিত্‍সা কেন্দ্র রাম মনোহর লোহিয়া হাসপাতালের আবাসিক চিকিত্‍সকরা। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টকে চিঠি লিখে কোভ্যাকসিন নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here