নির্ভীক কণ্ঠ নিউজ ব্যুরো ::: মাদক-কাণ্ডে দিন কয়েক আগেই গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। ২০ ফেব্রুয়ারি তাঁকে আলিপুর আদালতে তোলার সময় এই রাকেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন পামেলা। তাঁর দাবি, কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ঘনিষ্ট রাকেশ সিং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তাঁকে গ্রেফতার করা হোক এই দাবি ছিল পামেলার। এরপর বিকেলের দিকে একবার মোবাইল অন হলে পুলিশ নিশ্চিত হয় পূর্ব বর্ধমানে আছেন রাকেশ। এরপরেই গলসি থানার পুলিশ গ্রেফতার করে রাকেশকে। বৃহস্পতিবার আদালতে তোলা হয় পামেলাকে। বৃহস্পতিবার কোকেনকাণ্ড বিজেপির দুই নেতা-নেত্রী পামেলা গোস্বামী ও রাকেশ সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পামেলার মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে একটি অডিও ক্লিপ।সেই অডিও ক্লিপ থেকেই শঙ্কুদেব পণ্ডা ও অনুপম হাজরার নাম জানতে পেরেছে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর তারপরেই কোকেনকাণ্ডে বিজেপির দুই নেতা শঙ্কুদেব পণ্ডা ও অনুপম হাজরাকে নোটিশ পাঠাল|ছবি ফাইল চিত্র