নির্ভীক কণ্ঠ নিউজ ব্যুরো ::: নৈহাটিতে জুটমিল শ্রমিক বাড়িতে খেয়ে নাড্ডা জানিয়েছেন- শীঘ্রই খুলবে জুটমিল| নৈহাটিতে এক শ্রমিক বাড়িতে দুপুরের খাবার সেরেছেন জেপি নাড্ডা-সহ বিজেপির অন্যান্য নেতারা। সেখানে মেনুতে ছিল- ভাত, রুটি, ডাল, শুক্তো, পোস্তর বড়া, মুগের ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এঁচোড়ের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনীর, আমের চাটনি, দই, রসগোল্লা, মাখা সন্দেশ। নৈহাটির ১৪ নম্বর ওয়ার্ডের দেবনাথ যাদবের বাড়িতে সকালের খাবার সেরেছেন জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী, অর্জুন সিং-রা। ব্যারাকপুর জুটমিল শ্রমিক বাড়িতে খেয়ে নাড্ডা জানিয়েছেন, শীঘ্রই খুলবে জুটমিল।