নির্ভীক কণ্ঠ নিউজ ব্যুরো ::: হুগলি জেলায় গ্রামিনে চার কোম্পানি এসেছে। সকাল থেকেই মগরা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করলো বিভিন্ন এলাকায়।সপ্তগ্রাম,তেঘরিয়া,সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ হলো।ডি এস পি ক্রাইম সুমন্ত সাহা,সি আই অরুপ ভৌমিক,ও সি সুব্রত দাস কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জিগ্গাসা করলেন এলাকায় কোন সমস্যা আছে কিনা, কেউ ভয় দেখাচ্ছে নাকি কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন।| অপরদিকে খড়গপুর টাউন থানা এলাকার কৌশল্যা ফাঁড়ির সামনে নাকা চেকিংয়ের সময় তিনজনের কাছ থেকে সাত লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এদের মধ্যে দুজন দাঁতনের ঘোলাইয়ের ইঁট ব্যবসায়ী । তাদের দাবি রয়ালটি জমা দেওয়ার জন্য টাকা নিয়ে ব্লক ভূমি দফতরে যাচ্ছিলেন। আরেকজন রেলের ঠিকাদার। পুলিশের বক্তব্য, তাদের কারোর কাছে উপযুক্ত নথি ছিল না।