বনগাঁ থেকে আসছে কচ্ছপ বিক্রি হচ্ছে চাকদায় প্রকাশ্য হাটে আলোড়ন

0

নির্ভীক কন্ঠের ওয়েব ডেস্ক :::বনগাঁ থেকে আসছে কচ্ছপ বিক্রি হচ্ছে চাকদায় প্রকাশ্য হাটে আলোড়ন|  চাকদহ ব্লকের ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের কালীবাজার মণ্ডলহাটে ফল-আনাজ, মাছ-মাংসের সঙ্গে ঢেলে বিক্রি হচ্ছে কচ্ছপ। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। ৫০০ টাকা কেজি কচ্ছপের মাংস কেনার খরিদ্দারের অভাব হয় না। নদিয়ার রানাঘাট বন দফতরে আধিকারিক প্রদীপ বাগচি বলেন, ‘এ ভাবে কচ্ছপ বিক্রি করা যায় না। এটা আইনবিরুদ্ধ কাজ। অবিলম্বে বাজারে অভিযান চালানো হবে।’  পুলিশও জানিয়েছে, কচ্ছপ বিক্রেতাদের ধরতে হানা দেওয়া হবে।উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে তিনি কচ্ছপ কিনে আনেন। কখনও কোনও বাধার মুখে পড়তে হয়নি। বিক্রিবাটা ভালই হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মূলত গুজরাত, উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে শীতের সময়ে কচ্ছপ আসে। ট্রাক ও ম্যাটাডরের মধ্যে থাকে মাছের ট্রে। তার মধ্যে মাছ রাখা হয়। মাছের নীচে থাকে কচ্ছপ। ফলে চট করে কচ্ছপ দেখা যায় না।  চাঁদপাড়া, ঠাকুরনগর, পাঁচপোতা-সহ বিভিন্ন এলাকায় তা মজুত করা হয়। পরে তা নদিয়া ও বাংলাদেশে চলে যায়। প্রতি মঙ্গল আর শুক্রবার ফি সপ্তাহে দু’দিন হাট বসে নদিয়ার চাকদহে কালীবাজার মণ্ডলহাটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here