নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক :: ভাটপাড়ার তৃণমূলের দুই কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার, তৃণমূল দাবী বিজেপি পোস্টার কাণ্ডের নায়ক, পাল্টা অর্জুন অনুগামীদের| সেখানে লেখা হয়েছে ওই দুই কাউন্সিলর চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত চোর। একাধিক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারেপুরসভার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মনোজ গুহ ও সীমা মণ্ডলের বিরুদ্ধে । কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়ে গিয়েছে তা জানা যায়নি। ওয়ার্ডের নাগরিকবৃন্দের নামে এই পোস্টার দেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূল এর দাবী বিরোধীদের বিজেপি, কংগ্রেস, বামেরা হাত মিলিয়ে পরিকল্পিতভাবে এই পোস্টার দিয়েছে। পাল্টা পাল্টা অর্জুন অনুগামীদের দাবি এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।