হনুমান মুসলিম ছিলেন, দাবি বিজেপি কাউন্সিলারের

0

নিজস্ব প্রতিবেদন: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে হনুমানকে দলিত বলে প্রবল বিতর্ক তৈরি করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলাও করে একটি হিন্দুত্ববাদী সংস্থা। এবার একেবারে নতুন কথা শোনালেন বিজেপির এক নেতা।

উত্তরপ্রদেশে বিজেপির কাউন্সিলার বাক্কাল নবাব সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, আমরা বিশ্বাস করি হনুমান একজন মুসিলম ছিলেন। এর জন্য হনুমানের সঙ্গে মিলিয়ে মুসলিমদের নাম রাখা হয় রমজান, ফরমান, কুরবান। এইসব নামই হনুমানের সঙ্গে প্রায় মিলে যায়।

উল্লেখ্য, রাজস্থানের আলোয়ারে প্রচারে গিয়ে গত মাসে হনুমানকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, হনুমান একজন বনবাসী ছিলেন। তিনি ছিল মনুবাসী মানুষের সেবক। তিনি ছিলেন বঞ্চিত মানুষের প্রতিনিধি ও দলিত। দেশের উত্তর থেকে দক্ষিণ তিনি সব মানুষকে একত্র করার কাজ করতেন।

প্রায়ই একই কথা বলেন বিজেপি নেত্রী সাবিত্রী পুলে। তবে গত ৪ ডিসেম্বর তিনি প্রশ্ন তোলেন, হনুমান যা করেছিলেন তার সবই করেন রামের জন্য। তাহলে তাঁর মুখ কালো করা হল কেন। কেন তার লেজ দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here