নিজস্ব প্রতিবেদন: গাঁজা উপকারি না ক্ষতিকর— তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিশ্বজুড়ে গাঁজা নিয়ে এ পর্যন্ত কম গবেষণা হয়নি! তবুও এ বিষয়ে মতভেদ থেকেই গিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, গাঁজা বা মারিজুয়ানার বেশ কয়েকটি ভেষজ গুণ রয়েছে। যেমন, গাঁজা শরীরের ব্যথা বোধ কমাতে সাহায্য করে। বছর খানেক আগে ফ্রান্সের বায়োমেডিকেল ইনস্টিটিউটের একটি গবেষণাপত্রে দাবি করা হয়, গাঁজা থেকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ব্যথানাশক ওষুধ প্রস্তুত করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন, গাঁজা সেবনের ফলে ফুসফুসের ক্ষতির পরিমাণ তামাক পাতা দিয়ে ধূমপানের চেয়ে কম। তবে বিশ্বের বেশিরভাগ গবেষণাতেই গাঁজার ক্ষতিকারক দিকগুলিই বেশি সামনে এসেছে। আর এগুলি সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট কোনও ধারণা নেই। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…
১) মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, গাঁজা সেবনের ফলে অণ্ডকোষে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
২) মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণা উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। টানা ২০ বছর ধরে চলা গবেষণার পর তাঁদের গবেষণাপত্রে দাবি করা হয়, গাঁজা মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। কারণ, গাঁজা মস্তিষ্কের কোষ নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘদিন গাঁজা সেবনের অভ্যাস স্মৃতিশক্তিকে ক্রমশ দুর্বল করে দেয়। তবে এ নিয়ে মতান্তর রয়েছে।