২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। চলতি বছরের তুলনায় ১০ টি ছুটি কমছে আসন্ন নতুন বছরে। শুক্রবার নয়া ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য অর্থ দফতর। প্রকাশিত তালিকা অনুযায়ী ১০ টি ছুটির দিন এমন আছে যেদিন পড়েছে রবিবার। আবার শনিবারও রয়েছে কয়েকদিন। অর্থ দফতর প্রকাশিত তালিকা অনুযায়ী ছুটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিতে এনআই অ্যাক্টে সাধারণ ছুটির দিনের উল্লেখ রয়েছে। দ্বিতীয় তালিকায় দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দেয় এমন দিনগুলির উল্লেখ। আর তৃতীয় তালিকায় এমন কিছু ছুটির কথা বলা রয়েছে যেগুলি সমাজের কিছু কিছু অংশের জন্য নির্দিষ্ট। যেমন খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডে, আদিবাসীদের জন্য হুল দিবস। ২ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, সেদিন আবার রবিবার। ফলে জোড়া ছুটি নষ্ট। মে দিবস, বড়দিন, ছটপুজো, লক্ষ্মীপুজো, মহালয়া পড়েছে রবিবার! একই ভাবে নেতাজির জন্মদিন, গাঁধীজির জন্মদিনের মতো সেই তালিকায় পড়েছে ইদুজ্জোহা, ফতেহা-দোহাজ-দহমের দিন।