জীবনে লক্ষ্মীলাভ করতে সকলেই চায়! কিন্তু সংসারে লক্ষ্মীকে ধরে রাখতে পারে ক’জন। আর কোনও কারণে লক্ষ্মী সংসার ত্যাগ করার অর্থ হল বিপর্যয়ের শুরু। সংসার শ্রীহীন হয়ে পড়া। তাই সংসারের শ্রীবৃদ্ধি আর লক্ষীলাভের জন্য জেনে নিন সহজ শাস্ত্রীয় সমাধান।
তন্ত্র মতে‚ ‘শ্রী যন্ত্র’ পুজোর ঘরে রাখতে পারলে সংসারের শ্রীবৃদ্ধি হয়। আর সংসারে অর্থ-বৃদ্ধি হলে, লক্ষ্মী স্থায়ী হলে সংসারের শ্রীবৃদ্ধি হতে বাধ্য। এই শ্রী যন্ত্রকে সকল যন্ত্রের সৃষ্টিকর্তা বলা হয়। তন্ত্রশাস্ত্রে ভগবতী ত্রিপুরাসুন্দরীর যাবতীয় মাহাত্ত্ব বর্ণিত আছে এবং তন্ত্র সাধনার ক্ষেত্রেও শ্রী যন্ত্র সাধনার বিশেষ মাহাত্ত্ব আছে। সেখানে বলা হয়েছে, শ্রী যন্ত্র সাধনায় মানুষের সম্পূর্ণ জীবন সমর্পণ করতে হয়। আর তাতেই সংসারের শ্রীবৃদ্ধি সম্ভব। বৃহস্পতিবার বা পূর্নিমা তিথিতে, রথযাত্রার তিথি অথবা ধনতেরসের দিন শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে শউভ ফল মেলে।