আর্থিক সৌভাগ্য তুঙ্গে রাখতে সোনা নয়, রুপো পরুন এই পদ্ধতিতে

4

অনেকেই বলে থাকে, যতটা দামী ধাতু গায়ে রাখবেন,ততটাই উন্নতির শিখরে যাবে ভাগ্য। আর এই পন্থা মেনে নিয়ে অনেকেই সোনা কেনবার দিকে ঝুঁকে যান। তবে শাস্ত্রজ্ঞরা বলছেন, সোনা নয়, রুপোতেই কেল্লাফতে হবে! রুপো সঠিকভাবে পরলেই যাবতীয় সমস্যার সমাধান হতে পারে।

নিজের তর্জনিতে পরে ফেলুন রুপোর আংটি। শাস্ত্রজ্ঞরা বলছেন,এতেই সমাধান হতে পারে যাবতীয় বাধা ,বিঘ্ন ঘটিত সমস্যা। তবে এই আংটি পরার আগে পালন করতে হবে কয়েকটি পদ্ধতি।রাতভর জলে আংটি আংটিটি রাতভর জলের মধ্যে রেখে তারপর পরের দিন সকালে তা পরে ফেলুন। যেকোনও বুধবার এই আংটি ধারণ করে ফেলুন, মানসিকভাবে যেমন সুখশান্তি পাবেন,তেমনই কাটবে একাধিক সমস্যা।

 

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here