শান্তিপুরে সিপিএম প্রার্থীকে শোভাযাত্রার নীল রং, তৃণমূলের কটাক্ষ গেরুয়া আবির মাখলেও অবাক হব না, বিজেপির কটাক্ষ তৃণমূলের এজেন্ট সিপিএম

0

নির্ভীক কণ্ঠ ওয়েব ডেস্ক ::: শান্তিপুরে সিপিএম প্রার্থীকে শোভাযাত্রার নীল রং, তৃণমূলের কটাক্ষ গেরুয়া আবির মাখলেও অবাক হব না, বিজেপির কটাক্ষ তৃণমূলের এজেন্ট সিপিএম, যদিও সিপিএম প্রার্থী নিল আবির মাখা নিয়ে বিতর্ক এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক নন|শান্তিপুরে উপনির্বাচন  এ দিন প্রচারে বেরিয়েছিলেন সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো । সেই সময় ওই রাস্তা দিয়ে একটি দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই চলছিল আবির খেলা। শোভাযাত্রার সঙ্গে থাকা পুজো উদ্যোক্তারা  সিপিএম প্রার্থীকে সামনে পেয়ে তাঁকে নীল আবির মাখিয়ে দেন। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা সৌমেনবাবুকে কটাক্ষ করতে শুরু করেন। যদিও তিনি দাবি করেন, ‘ দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় কয়েকজন আমাকে নীল রংয়ের আবির মাখিয়ে দেয়। শুভেচ্ছা বিনিময় হয়। এটা ভালোবাসার, এর মধ্যে রাজনীতির কিছু নেই।’ নীল আবির মাখা নিয়ে কোনও বিতর্ক বাড়াতে চাননি সিপিএম প্রার্থী।  সিপিএম প্রার্থী এ কথা বললেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন, ‘সিপিএম দলটা লাল, নীল, সবুজ সব রংয়ের আবির মাখতে পারে। গেরুয়া আবির মাখলেও অবাক হব না। ‘ বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের আবার কটাক্ষ, ‘সিপিএম দলটারই কোনও বিশ্বাসযোগ্যতা নেই। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ওরা তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে।’                                               ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here