নির্ভীক কণ্ঠ ওয়েব ডেস্ক ::: বন্ধুর জন্মদিনে গিয়ে বাড়ি ফেরার পথে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ গ্রেফতার 1 বাকিদের খোঁজে চলছে তল্লাশি| জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে গণধর্ষণের শিকার তরুণী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর ভরতপুরের কালিতলায়। ইতিমধ্যেই ১ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর ভরতপুরের কালিতলায়। এই ঘটনায় বুধবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের তল্লাশি চলছে। বনগাঁর গোবরাপুরে বাসিন্দা ওই তরুণী। স্থানী্য সূত্রে খবর, বনগাঁর গোবরাপুরে থাকেন ওই তরুণীর পরিবার। মায়ের সঙ্গে ভাড়া থাকেন। আর এই এলাকায় বিউটিশিয়ান বলেই তিনি পরিচিত। কারণ এটাই তাঁর পেশা। তাঁর বাবা কর্মসূত্রে থাকেন অন্য রাজ্যে। ভরতপুরের তাঁর মামাবাড়িতে মঙ্গলবার বেড়াতে গিয়েছিলেন তিনি। ওখানে জন্মদিনের নিমন্ত্রণ ছিল সুদীপ বিশ্বাস নামে এক যুবকের বাড়িতে। সেখানে গিয়েছিলেন ওই তরুণী। ওই অনুষ্ঠানে তরুণী মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। ওই অবস্থায় বাড়ি ফিরতে গিয়ে কয়েকজন যুবকের হাতে পাকড়াও হন। তারা তরুণীকে তুলে নিয়ে গিয়ে সারারাত গণধর্ষণ করে। রাতে জন্মদিনের নিমন্ত্রণ ছিল সুদীপ বিশ্বাস নামে এক যুবকের বাড়িতে। কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানে আকুন্ঠ মদ্যপান করেন তিনি। অবস্থা বেগতিক বুঝে সুদীপ ওই তরুণীকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে যান। সেই সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, ঘরে ঢোকার আগেই শোভন রায়, দেবব্রত রায় ও সুজিত বিশ্বাস নামে তিন যুবক ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে যায় এলাকার একটি আমবাগানে। সেখানে গণধর্ষণ করা হয় তরুণীকে।