ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি, জখম পুলিশ আধিকারিক, গ্রেপ্তার 2 নামল বিশাল পুলিশবাহিনী, এলাকায় আতংক

0

নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি, জখম পুলিশ আধিকারিক, গ্রেপ্তার 2 নামল বিশাল পুলিশবাহিনী, এলাকায় আতংক|  ভাটপাড়ায় ফের বোমাবাজি, আক্রান্ত পুলিশ।দুষ্কৃতীদের গুলির লড়াই ঘিরে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। এলাকা দখল ঘিরে ২ দুষ্কৃতী দলের মধ্যেই সংঘর্ষ,রবিবার রাত ৯টা নাগাদ ভাটপাড়া থানার নফরচাঁদ জুটমিলে ২৯ নম্বর জুটমিলের কাছে পর পর প্রায় ১০টি বোমা ফাটানো হয়। ২৯ নম্বর রেলগেট লাগোয়া ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় রবিবার রাতজুড়ে তাণ্ডব চালায় সমাজবিরোধীরা। ২ রাউন্ড গুলি চলারও খবর মিলেছে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।  বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শম্ভু সোনার ও রাম পন্ডিত। দুষ্কৃতিদের আটক করে পুলিশের গাড়িতে তুলতে গেলে এলাকার বাসিন্দাদের কাছে এক পুলিশ অফিসার নিগৃহীত হন। পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তদের মারধরের চেষ্টা করেন স্থানীয়রা। ধাক্কাধাক্কিতে আহত হন ভাটপাড়া থানার এক এসআই। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুব্রত গোস্বামী নামে ওই  এসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাটপাড়া থানার ওই এএসআইকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কমব্যাট ফোর্স, র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ছবি :  সৌজন্যে সোশ্যাল মিডিয়া

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here