বাবুল সুপ্রীয় তৃণমূলে যোগ দিলেন অভিষেক ব্যানার্জীর হাত ধরে, বাপ্পি লাহিড়ী কথা বন্ধ, গুঞ্জন কন্ঠস্বর হারিয়েছেন

0

নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: শনিবার দুপুরে রীতিমত চমক দিয়ে নিজের ঘরে তারকা প্রার্থী নিল তৃণমূল। আসানসোলের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে। শেষ হল তাঁর গেরুয়া অধ্যায়|  রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি। গত বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপির হয়ে লড়ে হার স্বীকার করতে হয় বাবুলকে। এরপর মোদি মন্ত্রিসভার রদবদলে ঠাঁই না হওয়ায় ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। এই নিয়ে ফেসবুকে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, মন্ত্রিসভার রদবদলের আগে, ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, ধোঁয়া যখন আছে, তখন নিশ্চিতভাবেই কোথাও আগুনও লেগেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব খোয়ানোর পরই রাজনীতি ছাড়ার ঘোষণা করেন বাবুল সুপ্রিয় । এরপরেও বাবুলকে বোঝানোর চেষ্টা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী, ভবানীপুর উপনির্বাচনে ২০ জন তারকা প্রচারকের তালিকাতেও তাঁর নাম রাখা হয়। যদিও বাবুল সুপ্রিয়  জানিয়ে দেন তিনি প্রচার করবেন না। এরপর নানা জল্পনা তৈরি হয়। শনিবার যার অবসান হল। অপরদিকে কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী। ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও শরীর আর সম্পূর্ণ ঠিক হয়নি। গত ৫ মাস ধরে নাকি  বাপ্পি লাহিড়ী একেবারেই কথা বলছেন না ! গলার স্বর হারালেন বাপ্পি লাহিড়ী? কোনও দিনই কি আর তিনি গাইতে পারবেন না? এপ্রিল মাসে শিল্পী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরির অবস্থার অবনতি ঘটতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায় বাপ্পি লাহিড়ীর । তারপর থেকেই গোটা বলিউডে রটে যায়, বাপ্পি লাহিড়ী তাঁর কণ্ঠ হারিয়েছেন। সেই বাপ্পি লাহিড়ী নাকি হারিয়েছেন গলার স্বর। বলতে পারছেন না কথা! জোর গুঞ্জন বলিউডে। বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরেছেন ছেলে বাপ্পা। তারপর আর মার্কিন মুলুকে ফিরে যাননি। বাবার খেয়াল রাখছেন। অবশ্য, বাপ্পির পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এই সুরকার-গায়কের।সেইজন্যই নাকি ডাক্তারদের নির্দেশে তাঁর কথা বলা বারণ। একসময় মিঠুন চক্রবর্তীর ছবিতে বাপ্পির সুর এবং নায়কের লিপে বাপ্পির গান প্রায় সমার্থক হয়ে উঠেছিল। প্রচুর সুপারহিট সব ছবিতে তাঁর করা সুর ও গাওয়া গান আজও টাটকা ছবিপ্রেমী দর্শকদের মনে। বছর কয়েক আগে ‘দ্য ডার্টি পিকচার’, ‘গুন্ডে’ ছবিতে গাওয়া তাঁর গানে নেচে উঠেছিল দর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here