প্রধানমন্ত্রিত্বের চরম দায়িত্ব কর্তব্য সামলানোর পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী সুপ্তভাবে লালন করেন তাঁর কবি-সত্ত্বাকে। বিজেপির দাপুটে নেতা হিসাবেও তাঁর দায়িত্বভার কম ছিল না। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেও তাঁর শায়েরি কিংবা কবিতার কলম থেমে থাকেনি । তাঁর লেখা ‘কৈদি কবিরাজ কি কুণ্ডলিয়াঁ’, ‘অমর আগ হ্যয়’ বইগুলি প্রকাশ্যে আসে ১৯৯৪ সালে। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠানের পরও বার বার প্রকাশ্যে আসে তাঁর কবিসত্ত্বা। দবেশ কিছু ভিডিওতে ধরা পড়েছে তাঁর এই অনন্য প্রতিভার কিছু ঝলক।
অটলের রচনায় জগজিতের গান
২০০২ সালে মুক্তি পায় অটলবিহারী বাজপেয়ী রচিত গানের একটি ভিডিও। ‘কেয়া খোয়া কেয়া পায়া’ নামের এই ভিডিওটিতে গীতিকার ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, অভিনয় করেন শাহরুখ খান, গানটি গেয়েছেন জগজিৎ সিং, ভিডিও পরিচালনা করেন যশ চোপড়া, পাশাপাশি কণ্ঠস্বর দেন অমিতাভ বচ্চন।