স্বাস্থ্যকেন্দ্রের তালাবন্ধ কোয়ার্টার থেকে মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ উদ্ধার, নিখোঁজ 4 বছরের মেয়েও, স্বামীর খোঁজ শুরু

0

নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: স্বাস্থ্যকেন্দ্রের তালাবন্ধ কোয়ার্টার থেকে মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ উদ্ধার। নিখোজ তার ৪ বছরের কন্যা সন্তানও। দুর্ঘন্ধ অনুসরণ করে ঘরের তালা ভেঙে মৃতদেহ উদ্ধার।পুরুলিয়ার বরাবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক মহিলা চিকিত্‍সকের পচাগলা মৃতদেহ। শুক্রবার সন্ধেয় তালা ভেঙে উদ্ধার করা হয় চিকিত্‍সক সুচিত্রা সিংহর দেহ। পুলিশ জানিয়েছে, ওই চিকিত্‍সকের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে হাসপাতালের কর্মী ও এলাকাবাসী থানায় খবর দিয়েছিলেন। পুরুলিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত বলেন, “এদিন বরাবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কাছ থেকে জানতে পারি ওই হাসপাতালের চিকিত্‍সক সুচিত্রা সিং এর মৃতদেহ হাসপাতাল কোয়াটার থেকে উদ্ধার হয়েছে।  স্বাস্থ্যকেন্দ্রের তালাবন্ধ কোয়ার্টার থেকে মহিলা চিকিত্‍সকের পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়েই শুরু হয়েছে তরজা। আত্মঘাতী হয়েছেন না পরিকল্পিত খুন, চিকিত্‍সকের মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন সুচিত্রা। স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া কোয়ার্টারেই থাকতেন তিনি।বেশ কয়েক বছর ধরে ওই মেডিক্যাল অফিসার তাঁর চার বছরের মেয়েকে নিয়ে ওই আবাসনে থাকতেন। গত রবিবার তাঁর স্বামী ওই আবাসনে আসেন। সেই সময় দু’জনের মধ্যে ঝামেলা হয়। স্বামী-স্ত্রী’র কথা কাটাকাটির আভাস পান প্রতিবেশীরা।  পুলিশের অনুমান, আততায়ী ওই চিকিত্‍সককে ‘খুন’ করে প্লাস্টিকে মুড়ে রেখে পালিয়ে যায়। সন্দেহের তীর চিকিত্‍সকের স্বামীর দিকে। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আবাসনে তালা লাগিয়ে স্বামী তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। ফলে তার স্বামীর খোঁজ শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here