নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক ::: ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপির ভোট পরিচালনার দায়িত্বে অর্জুন সিং লড়াই জমে উঠবে রাজনৈতিক মহলের অভিমত| ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী বুধবারেও ঘোষণা করতে পারল না বিজেপি। তবে ওই কেন্দ্রের লড়াইয়ের জন্য সাংগঠনিক দায়িত্ব বণ্টন সেরে ফেলেছে তারা। দলের রাজ্য সহ সভাপতি তথা সাংসদ অর্জুন সিংহকে ভবানীপুরের উপনির্বাচনের পর্যবেক্ষক করা হয়েছে। কোনও সেলিব্রিটি কিংবা ওজনদার নেতা সেখানে প্রার্থী হতে চাইছেন না। তবে ওই কেন্দ্রে দলের দায়িত্ব দেওয়া হল পার্টির ডাকাবুকো সাংসদ অর্জুন সিংকে। বুধবার রাতে, দিল্লি থেকে দলীয় নেতৃত্বকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ভবানীপুরে বিজেপির প্রার্থী যেই হোন না কেন, এখানে মমতার বিরুদ্ধে আসল লড়াই লড়বেন অর্জুন সিং। নন্দীগ্রামের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতেই এই সিদ্ধান্ত।ভবানীপুর বিধানসভায় বিজেপির লড়াইয়ের দায়িত্বে অর্জুন একা নেই। দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ পুরো প্রস্তুতি দেখভাল করবেন। এ ছাড়া, ওই কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডের ভোটের দায়িত্বে এক জন করে দলীয় বিধায়ক থাকবেন। দিলীপ এ দিন বলেন, ”নিঃসন্দেহে এই নির্বাচনটা উঁচু স্তরের। দল পুরো শক্তি দিয়ে লড়বে।
Such a great Article.
I have got much clear idea about from this post.
Hi, Very good article.
Thank you for providing this info.
This is awesome!
I am very much pleased with the contents you have mentioned.
I wanted to thank you for this great article.
I am Impressed.
We appreciate that please keep going to write more content.
Hi! this is nice article you shared with great information.
This is very informative & interesting article.