মন্ত্রী বেচারাম মান্নার কনভয় দুর্ঘটনায় জখম তিনজন হুগলিতে আলোড়ন

0

নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক :::মন্ত্রী বেচারাম মান্নার কনভয় দুর্ঘটনায় জখম তিনজন হুগলিতে আলোড়ন| আজ মানিকতলা থেকে রাজাবাজারের মধ্যবর্তী এলাকায় একটি ট্যাক্সির সঙ্গে আচমকাই সংঘর্ষ হয় বেচারামের কনভয়ের একটি গাড়ির। স্থানীয় ট্রাফিক পুলিশ মারফত খবর, মানিকতলা থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিলেন বেচারাম এবং তাঁর কনভয়।কাজের খাতিরে আজ কলকাতায় এসেছিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। আর তাতেই বিপত্তি। কনভয়ের সঙ্গে একটি ট্যাক্সির সংঘর্ষ হয় মাঝ রাস্তায়। জখম ৩। আহত হয়েছে ট্যাক্সি চালক। পরিস্থিতি সামলাতে গিয়ে দুই ট্রাফিক পুলিশও আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here