পাড়ার মধ্যে ৩ যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে ‘এলোপাথাড়ি কোপ’, শ্যামনগরে জখম ৩

0

উত্তর ২৪ পরগনার জগদ্দলের শ্যামনগরে নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে ৩ জনকে কোপানোর অভিযোগ উঠল। হাতে চপার নিয়ে তাণ্ডব চালাল নেশাগ্রস্ত এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন তিন জন। গতকাল রাতে ঘটনাটি ঘটে। স্থানীয়সূত্রে খবর, পাড়ার মধ্যে গল্প করছিলেন তিন বন্ধু। পলাশ কর্মকার, সৌরভ মণ্ডল এবং দেবব্রত ঘোষ নামে ওই তিন যুবকের উপর আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সুরজিত্‍ সরকার নামে স্থানীয় এক যুবক। অভিযোগ আচমকাই সেখানে মত্ত অবস্থায় হাজির হয় অভিযুক্ত। প্রথমে চ্যালা কাঠ দিয়ে দুই যুবককে পেটায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। বাধা দেওয়ায় আক্রান্ত হন তৃতীয় যুবকও। দুই বন্ধুর উপর আঘাত ঠেকাতে গিয়ে জখম হন দেবব্রতও। রাতেই সুরজিতের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here