নোয়াপাড়া থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার আবার ডাকাতির আগেই ৫ ডাকাত

0

নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত নোয়াপাড়া থানা এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী যার নাম রকি দাস তাকে গ্রেপ্তার করা হয় মায়া পল্লী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে। শুক্রবার তাকে ব্যারাকপুর কোর্টে তোলা হয় । তার কাছ থেকে নিষিদ্ধ মাদক কোডিন মিক্সচার পাওয়া যায় দু কেজি পরিমাণ। বছরখানেক আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের এক ওয়ার্ড কোঅর্ডিনেটরকে গুলি করেছিল এই রকি। পরে ছাড়া পেয়ে মায়া পল্লী এলাকায় এক ব্যক্তিকে গুলি করে। পুলিশ তাকে গ্রেফতার করলেও জামিনে ছাড়া পায়। বাইরে এসে অপরাধমূলক কাজকর্ম করায় আগ্নেয়াস্ত্রসহ পুলিশ তৃতীয়বার গ্রেফতার করে। কিন্তু সেবারও জামিন পেয়ে যায় ।এবার মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপরদিকে এই জেলারই পেট্রোপোল এলাকায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয় পাঁচজন ডাকাতকে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বনগাঁ আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here