শ্যামল রায় নবদ্বীপ :: গভীর রাতে বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির টোটো গাড়ি চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন টোটো মালিক। অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।ঘটনাটি শান্তিপুর ব্লকের পাঁচপোতা এলাকায়। আরও জানা গিয়েছে যে এলাকার বাসিন্দা সফিক সেখ মঙ্গলবার দুপুরবেলা খাওয়া-দাওয়া করে টোটো গাড়ি নিয়ে কাজে বেরিয়ে ছিলেন। বিকেল থেকে রাত্রি পর্যন্ত ভাড়া খেটে টোটো গাড়ি নিয়ে বাড়ি যান তিনি, বাড়ির একটি ঘরের মধ্যে টোটো গাড়িটি রেখে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে টোটো গাড়িটি নেই, এর পরেই নিকটবর্তী অনেকে জিজ্ঞাসাবাদ করে। কোনরকম হদিস না মেলায় মাথায় হাত পড়ে যায় শফিক শেখের, এছাড়াও খুবই মানসিকভাবে ভেঙে পড়েন সফিক সেখ। শফিক শেখের অভিযোগ গতকাল গভীর রাতে কেউ চুরি করে নিয়ে যায় তার টোটো গাড়ি টি। এই টোটো চালিয়ে তার একমাত্র সংসার চলত স্বভাবতই টোটো গাড়িটি চুরি হয়ে যাওয়ার পরে কূলকিনারা খুঁজে পাচ্ছেনা সফিক সেখ। বুধবার বেলা 12:30 নাগাদ টোটো গাড়িটি চুরি হয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।