নির্ভীক কণ্ঠ ওয়েব ডেস্ক ::: মা শুভশ্রী ও বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে ইউভান জন্মদিনের আগেই পুরী ভ্রমণে| চিত্র পরিচালক, ব্যারাকপুরের বিধায়ক এবং হালিশহরের ভূমিপুত্র রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রীর পুত্র ইউভান বাবা-মায়ের সঙ্গে জন্মদিনের আগেই পুরী ঘুরতে গেল। আগামী 12 সেপ্টেম্বর ইউভানের জন্মদিন। জন্মের পর থেকেই ইউভান সোশ্যাল মিডিয়া একটি পরিচিত মুখ। এক বছর হওয়ার আগেই বাবা মায়ের হাত ধরে সোজা পুরীর পথে রওয়ানা দিল ছোট্ট ইউভান। প্রথমবার বাবা মায়ের সাথে ঘুরতে যাবে তাই তো সাজ তো হবেই। আর খোশ মেজাজে প্রতিটি ছবিতে ধরা পড়লো রাজশ্রী পুত্র। মুখের দুষ্টুমিষ্টি হাসিই ছিল। এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছেন শুভশ্রী নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। সেখানে দেখা যাচ্ছে, লাউঞ্জে অপেক্ষা করছেন ফ্লাইটের। আর বিমানে ওঠার আগে ইউভান মাম্মা ভোলেননি টুক করে একটা সেলফি তুলে নেওয়ার কথা। এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দুজনকে দেখা গিয়েছিল টুইনিং করে সাদা পোশাক পরতে। আর একটি ছবিতে দেখা গেল মায়ের কোলে একরত্তি। এইদিন নজরকাড়া লেগেছে ইউভান। কুল বয়ের পরণে ছিল ফুল হাতা টি-শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট আর টুপি ।
Well this is awesome post and written very well.
Your point of view is very good.
Your point of view is very good.
Such great alternatives, I’m so happy you enjoyed it!