অভিজিৎ সরকার ::: প্রয়াত হয়েছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা এবং সিপিআইএম সেন্ট্রাল কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী। করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাবার অসুস্থতার কথা জানিয়ে মেয়ে উষসী নিজেই ফেসবুকে পোস্ট করেছিলেন। বৃহস্পতিবার দুপুর ১.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএম নেতা। শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী সিপিআই (এম) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। শ্যামলবাবু সিটু-র রাজ্য সভাপতির দায়িত্ব করেছিলেন। রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন। সম্প্রতি অসুস্থ বোধ করায় চিকিত্সকের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার বেশ কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয় বর্ষীয়ান নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল বলে জানা গিয়েছিল। ৩০ জুলাই বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ১ অগাস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুর ১.৫০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেতা । সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র জানিয়েছেন, আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর বেলা দুটো নাগাদ জীবনাবসান হয়েছে। আজ দুপুরের আগে ও পরে পরপর দুবার ওঁর হার্ট অ্যাটাক হয়। প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আর একটা অ্যাটাক সব শেষ হয়ে যায়। যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন সেই কারণে ওঁর শেষ যাত্রার কর্মসূচি পরে জানানো হবে। আমাদের সমস্ত পার্টি অফিসে পার্টি পতাকা অর্ধনমিত থাকবে। বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বললেন,তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল।