পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, সালিশিসভায় দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নিমতা

0

৪ আগস্ট সুশান্ত পাল নামে নিমতার বড়ফিঙ্গা দক্ষিণপাড়ার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। কাউকে জানালে ফল খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয় নির্যাতিতাকে। তবে সেসব হুমকির পরোয়া না করেই প্রতিবেশীদের গোটা বিষয়টি জানান ওই পরিচারিকা। খবর কানে যেতেই অভিযুক্তের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান কাউন্সিলর ঘনিষ্ঠরা। বিষয়টি জানাজানি হতেই তদন্ত শুরু করে পুলিশ। এরই মাঝে ৬ আগস্ট, বৃহস্পতিবার এই বিষয় নিয়ে সালিশি সভার আয়োজন করেন কাউন্সিলর। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দমদম পুরসভার নিমতা তেঁতুলতলায় সালিশি সভা বসে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে।সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার নিমতা। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি। এখনও থমথমে এলাকা।যদিও নিমতা থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here