নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ :::: করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত প্রয়াত তৃণমূল নেতা তথা পানিহাটি পৌরসভার প্রশাসক স্বপন ঘোষের দেহ নিয়ে শোক মিছিল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ বিজেপি সাংসদ অর্জুন সিং এর। প্রয়াত স্বপনবাবু পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের দাদা। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয়েছিল করোনা আক্রান্ত পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষের। শুক্রবার তাঁর দেহ নিয়ে হাজার খানেক মানুষের শোক মিছিল ঘুরেছিল এলাকায়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, “আইসিএমআরের কোনও গাইডলাইন মানা হচ্ছে না বাংলায়। সাধারণ মানুষের জন্য এক আইন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা করোনায় মারা গেলে আরএক আইন। রাজ্যে কোনও সিস্টেম নেই।” সাংসদ অর্জুনের আশঙ্কা, যে ভাবে মরদেহ নিয়ে পানিহাটি পুরসভা, প্রয়াত নেতার বাড়ি এবং সারা মহল্লা ঘুরেছে তৃণমূলের নেতাকর্মীরা তাতে সাধারণ মানুষের মধ্যে আরও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এলাকাতেও। ছবি ফাইল চিত্র