নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক::: কামারহাটি পৌরসভা এলাকায় ডায়রিয়া নয় কলেরা রোগে আক্রান্ত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে 170 জনের মত মানুষ আক্রান্ত হয়েছে। কলেরার চিকিত্সা শুরু করে দিয়েছে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালের চিকিত্সকেরা। কারণ সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ৩ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ৩ টি নমুনাতেই পাওয়া গিয়েছে কলেরার জীবানু। এই রিপোর্ট এসে পৌছানোর পরই চিকিত্সাধীন সমস্ত রোগীরই কলেরার সম্ভাবনা ধরে নিয়ে চিকিত্সা শুরু করে দিয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। অপরদিকে উত্তর ২৪ পরগনার বারাসত হাসপাতালে সূচনা হল লিকুইড অক্সিজেন প্লান্টের। এদিনের অক্সিজেন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসতের সংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জি, হাসপাতাল সুপার সহ অন্যান্যরা ।বারাসত হাসপাতালে আনুষ্ঠানিকভাবে লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করে বারাসাতের সংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘৫০ লক্ষ টাকার অধিক ব্যয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এখানে লিকুইড অক্সিজেন প্লান্ট বসানো হয়েছে। এবং এই অক্সিজেন হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ডে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। মুখ্যমন্ত্রী বারাসাত হাসপাতালেও তিনি লিকুইড অক্সিজেন প্লান্ট বসিয়ে দিলেন, আমরা কৃতজ্ঞ।’