নিজস্ব প্রতিবেদন : খুদে ফুটবলারদের মাঠমুখী করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন উদ্যোগ। চালু হতে চলেছে বয়সভিত্তিক বেবি লিগ। বুধবার সেই বেবি লিগ -‘লিগা প্রোডোজিও’-র ঢাকে কাঠি পড়ে গেল কলকাতায়। বেবি লিগে থাকছে তিনটি বয়স ভিত্তিক দল- নয়,এগারো এবং তেরো। ছোট ছোট ফুটবলারদের মাঠমুখী করাই এই লিগের উদ্দেশ্য। ‘লিগা প্রডোজিও’-র অপারেটর তথা সর্বভারতীয় ফুটবল ফেডেরশনের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী জানান, “মজার ছলে ফুটবল ,এটাই এই লিগের প্রধান বৈশিষ্ট্য। ফুটবল মাঠে সুস্থ পরিবেশ বজায় রাখার শিক্ষা ছোটবেলা থেকেই শেখা উচিৎ। সেই উদ্দ্যেশে এই লিগ আয়োজনের পরিকল্পনা।” প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলেন, ” এক অসাধারণ উদ্যোগ। তরুণ ফুটবলার তুলে আনার কাজে এই লিগ গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে। এই লিগের স্বার্থে যে কোনও প্রয়োজনে আমি সাহায্য করতে রাজি।” ৮ দল নিয়ে ২২ ডিসেম্বর থেকে শুরু হবে লিগ। চলবে পরের বছর এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত।
ডার্বির পর এদিনের অনুষ্ঠানে একমঞ্চে হাজির ছিলেন ইস্টবেঙ্গল সভাপতি ডা: প্রণব দাশগুপ্ত ও মোহনবাগানের নতুন সভাপতি আইনজীবী গীতানাথ গাঙ্গুলি। তাতে অবশ্য একে অপরকে সৌজন্যের কোনও খামতি ছিল না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল-হলুদের সহ সভাপতি ডা: শান্তিরঞ্জন দাশগুপ্ত, অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তণ ফুটবলার সুব্রত ভট্টাচার্য ,বর্তমান জাতীয় দলের ফুটবলার মহম্মদ রফিক এবং লিগ অপারেটর তথা সর্বভারতীয় ফুটবল ফেডেরশনের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী।