ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোষাধ্যক্ষ কোটি টাকার বেশি আর্থিক ‘তছরুপ’, CBI-র জালে, ফের শিরোনামে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি

0

নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক :: ২০১৮ সালে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির একটি বড় চক্রের পর্দাফাঁস হয়। জানা যায়, কারখানা থেকে পাচার হত অস্ত্রের অংশ। আরও বিস্ফোরক তথ্য যে, সেই অংশ তুলে দেওয়া হত বিহারের মাওবাদীদের হাতে। ওই পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় কারখানারই কর্মী বিকাশ সাউ ও শম্ভু ভট্টাচার্যকে। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে তারা। ফের শিরোনামে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি । আর্থিক তছরূপের অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার এক। গ্রেফতার করা হয়েছে ক্যাশিয়ারকে। ধৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায়। ধৃতকে বুধবারই আদালতে পেশ করা হবে। রাতভর জেরার পর বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ (বি), ৪৭১ এবং ৪৭৭ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির অ্যাকাউন্টস বিভাগের কর্মী। অভিযোগ, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে তিনি ১ কোটি ৭০ লক্ষ টাকা তছরুপ করেন। ২০১৭ সালে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here