স্বপ্নের ডালে ভেসে চার চিনার দ্বীপ, ভূস্বর্গে যেন রহস্য অপার

0

রাজধানী দিল্লি থেকে স্পাইসজেট এস জি ১৩০ উড়ানটা যখন শ্রীনগরের রানওয়ে ছুঁলো তখন ঘড়ির কাঁটায় দুপুর ১২টা ৪৫। প্লেন টু কনভেয়ার-বেল্ট টু এয়ারপোর্টের বাইরে পাক্কা কুড়ি মিনিট। হাসিমুখে আমাদের স্বাগত জানালেন কেনারামদা।

কেনারাম বন্দ্যোপাধ্যায়। বাড়ি হুগলির দিয়ারায়। আগামী কয়েক দিনের জন্য তিনিই আমাদের ভ্রমণ গাইড কাম লোকাল গার্জেন কাম সবকিছু। জেকে ২১/৫৬২৭ উইংগারের চালক প্রীতম সিং একাই আমাদের সব মালপত্র গাড়ির ছাদে তুলে বিনয়ের সঙ্গে দরজা খুলে দাঁড়ালেন। সেখান থেকে সরাসরি ঝিলম নদীর ধারের হোটেল আল হামজা। মূল রাস্তা থেকে ঢালের মুখে এ যেন এক ছোটখাটো সুদৃশ্য প্রাসাদ। শুনলাম, সেখান থেকে কিছুদূর এগোলেই নাকি ডাল লেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here