নির্ভীক কণ্ঠ ডিজিটাল ডেস্ক :::: সপরিবারে বচ্চন পরিবার করোনা থেকে মুক্ত, সুস্থ্ এবার অভিষেক বচ্চন, ঐশ্বর্য আরাধ্যা অমিতাভ বচ্চনের পর অভিষেক বচ্চন। কোভিড-১৯ মুক্ত হল গোটা বচ্চন পরিবার। উপসর্গহীন করোনা রোগী হওয়ায় প্রথমে ঐশ্বর্য ও আরাধ্যাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাঁদেরও পরে নানাবতীতে ভরতি করতে হয়। স্ত্রী ঐশ্বর্য ও কন্যা আরাধ্যা আগেই করোনা নেগেটিভ হয়ে গিয়েছিলেন। গত ২৭ জুলাই করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন ঐশ্বর্য এবং আরাধ্যা। গত ২ আগস্ট করোনাকে জয় করে বাড়ি ফেরেন বাবা অমিতাভ বচ্চনও। শনিবারই করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে জয়ী হলেন অভিষেক বচ্চন । এদিন টুইট করে নিজেই অনুরাগীদের সুখবর দেন জুনিয়র বচ্চন। লেখেন, ‘কথা দিয়েছিলাম, করোনাকে হারাবই। অবশেষে আজ দুপুরে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার পরিবারের জন্য প্রার্থনা করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চিকিত্সার জন্য নানাবতী হাসপাতালের সমস্ত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞ থাকব।’ তবে মারণ ভাইরাস থাবা বসাতে পারেনি মা জয়া বচ্চনের শরীরে।