শ্যামল রায় নবদ্বীপ :: বাড়িতে ভ্যান রিক্সা ও সাইকেল রাখা কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি। বচসায় জড়িয়ে পড়েন ভাইপো বিপ্লব দেবনাথ। কাকাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যু হয়। নবদ্বীপ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গৌর গোপাল দেবনাথ।বয়স৪৫। বাড়ি নবদ্বীপ পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের ষষ্ঠী তলা এলাকায়। বুধবার মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্ত হয়। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। মারাত্মকভাবে জখম ভাইপো বিপ্লব দেবনাথ সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে শক্তিনগর হাসপাতালে।
জানা গিয়েছে যে গৌড় গোপাল দেবনাথ ও ননী গোপাল দেবনাথ দুই ভাই। ননীগোপাল দেবনাথের বাড়ির উঠোনে রাখা থাকে সাইকেল এবং একটি ভ্যান রিক্সা। মাঝেমধ্যেই এই ভ্যান রিক্সা রাখা কে কেন্দ্র করে বাড়িতে অশান্তি বাদে আবার মিটেও যায়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ভ্যান রিক্সা রাখা কে কেন্দ্র করে অশান্তি চরমে উঠে। প্রথমে দুই ভাই গৌড় গোপাল দেবনাথ এবং ননী গোপাল দেবনাথ এর মধ্যে ঝগড়া অশান্তি বাদে। গৌর গোপাল দেবনাথ পেশায় লটারি বিক্রেতা। বাবার সাথে কাকার ঝগরা অশান্তিতে জড়িয়ে পড়েন ননী গোপাল দেবনাথ এর ছেলে বিপ্লব দেবনাথ। বিপ্লব দেবনাথ পেশায় ফল বিক্রেতা। কাকা গৌর গোপালের সাথে চরম অশান্তিতে পড়ে যান। কাকা গৌড় গোপাল দেবনাথ আচমকা ঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে বিপ্লবের পেটে ঢুকিয়ে দেয়। রক্ত ঝরতে থাকে এবং প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে বিপ্লব। বাড়ি ছেড়ে চলে যাবার চেষ্টা করেছিল কিন্তু শেষমেশ হাতের কাছে লোহার রড পে পিছন থেকে কাকার মাথায় প্রচন্ড বেগে আঘাত করে। ঘটনাস্থলেই কাকা গৌর গোপাল দেবনাথ মাটিতে লুটিয়ে পড়েন। একদিকে কাকা অন্যদিকে ভাইপো দুজনায় মারাত্মকভাবে জখম হয়ে পড়ে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কাকা গৌর গোপাল দেবনাথ মৃত বলে উপস্থিত চিকিৎসকরা জানান। ভাইপো বিপ্লব দেবনাথ সংকটজনক অবস্থায় রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। চিকিৎসা চলছে হাসপাতালে।
গৌড় গোপাল দেবনাথ এর স্ত্রী বৈশাখী দেবনাথ জানিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটবে আমি হতবাক হচ্ছি ভাবতেও পারছিনা। তবে আমাদের ইনকাম করে সংসার চালান আমার স্বামী এখন কি করে বাঁচবো এটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মা আরতী দেবনাথ জানিয়েছেন যে দুই ভাইয়ের গন্ডগোলে ভাইপো রড দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলল ছোট ছেলেকে। এরকম একটা দুর্ঘটনা ঘটবে অবাক হচ্ছি আমরা সকলে। বাড়িতে অশান্তি হয় আবার মিটে যায়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু হবার ঘটনা ঘটবে কষ্টের শেষ নেই। পুলিশ তদন্ত শুরু করেছে।