ব্যারাকপুর থেকে বারাসাত সোনার দোকানে চুরির মাস্টারমাইন্ড গ্রেপ্তার সন্ধানে সঙ্গী পুরুষ ও মহিলা চোরের

0

নির্ভীক কন্ঠ ওয়েব ডেস্ক :::  ব্যারাকপুর থেকে বারাসাত সোনার দোকানে চুরির মাস্টারমাইন্ড গ্রেপ্তার সন্ধানে সঙ্গী পুরুষ ও মহিলা চোরের| চুরি করতে গিয়ে ধরা না পড়ায় সাহস বেড়ে চলছিল দুষ্কৃতীর। কিন্তু শেষ রক্ষা হলো না ।শেষ পর্যন্ত মধ্যমগ্রামের শ্রীনগর কদম তলার একটি সোনার দোকানে চুরি করতে গিয়ে ফেঁসে যায় ওই দুষ্কৃতী। তাকে হাতেনাতে ধরার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরো এক পুরুষ এবং মহিলা চোরের খোঁজে তল্লাশি করছে।সোনার দোকানে ঢুকে মালিককে অন্যমনস্ক করে সোনা হাতিয়ে নিচ্ছে তারা। মঙ্গলবার বিকেলে শ্রীনগরের কদমতলা এলাকায় এক সোনার দোকানে এভাবেই চুরি করতে এসেছিল ওই দুষ্কৃতী। তাকে বাইক সমেত হাতেনাতে পাকড়াও করেন সোনার দোকানের মালিক। খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়। রাহান আলি নামে ব্যারাকপুরের এক দুষ্কৃতীকে বাইক সমেত গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই ঘটনার খবর পেয়ে যে সমস্ত দোকানে এই ধরনের হামলা হয়েছে, সেই দোকানদাররা হাজির হন মধ্যমগ্রাম থানায়। ব্যারাকপুর, খড়দা, টিটাগড়, মধ্যমগ্রাম, বারাসাত, হৃদয়পুরে এই চক্রটি একই কায়দায় সোনার দোকানে চুরি করেছিল বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here