নির্ভীক কণ্ঠ নিউজ ব্যুরো ::: বিজেপিতে যোগদান করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার বিকেলে কলকাতার এক পাঁচ তারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি-র পতাকা তুলে নিলেন অভিনেত্রী। উত্তরীয়ও পরে নিলেন দিলীপের হাত থেকে। দিলীপ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপি-র সাংসদ স্বপন দাশগুপ্ত ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপিতে যোগদান করার পর প্রথম বক্তব্য রাখলেন অভিনেত্রী। এদিন তিনি সংবাদমাদমকে জানান, আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। ভোটে দাঁড়াবো কি না জানিনা সেটা দল ঠিক করবে। ছোটবেলা থেকে দেশের জন্য কিছু করার জন্য আগ্রহী ছিলাম।